শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

পৃথা দাস-এর কবিতা


পরিবেশ মাত্রা

আকাশের সামিয়ানা 

তারাদের ল্যাম্প শেডে
বেআইনি ধোঁয়াশা 
ধূলিখেল চৌপাট ।
সামাল দিও  সব দিক
এই দুনিয়া  তোমারও , 
গাছমহলে ঘূর্ণি লাগে 
শিকড় বুঝি উপড়ে যায় 
ভেনটিলেটারে  মনিটরিং  
বাঁচাও এবার পরিবেশ ।
( একটা ব্যানার  ঝোলানো হয়েছে  পরিবেশ মনিটরিং করো--- তাই এটা মনে হলো।)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন