শুক্রবার, ২ জুন, ২০২৩
শ্রীদাম কুমার-এর কবিতা
শনিবার, ১ অক্টোবর, ২০২২
শ্রীদাম কুমার-এর কবিতা
গুচ্ছ কবিতা
( ১.)
সহজেরে আঁকড়ে ধরি
সহজ হবো বলে
সহজের বোঝায় দিন দিন
লঘু হয়ে মিশে যাচ্ছি মাটিতে
সহজের ভারে নত হতে হতে
আমার শেষ বিন্দুটিও বুঝি
মিলিয়ে যাবে মাটিতে
(২.)
মাটি আমায় দেয়নি তিলক
আমিই মাটির তিলক হয়ে
মিশে যাই মাটিতে
(৩.)
শূন্য কলসের রব হৈ হৈ কত কী...
ছুটোছুটি ধুন্ধুমার এতোকাল
শূন্যতাই পেলাম শুধু শেষে
বুক নিংড়ানো বিষাদ, ঠিক
ছায়াপথ-ডাকে পৌঁছাবে
সমাধির ঠিকানায়...
(৪.)
চারপাশে উড়ছে বিদ্রূপ রাশি রাশি
শাণিত বর্শার ফলা ঝিকমিক
চাঁদনীর চন্দ্রকলা হাসি
পারঙ্গম চৌষট্টিকলা ছুঁয়ে বইছে বাতাস
কেঁপে যায় ছায়াগোপন ত্র্যস্ত বাঁশি
চারপাশে উড়ে উড়ে যায় বিদ্রুপ চাহনি
ঘোলাজলের ফোয়ারায় ভিজছে চারদিক
রবিবার, ১ মে, ২০২২
শ্রীদাম কুমার-এর কবিতা
জতুগৃহ
জতুগৃহের মহাকাব্যিক পালা পরম্পরা
কি এলো ফিরে?
অদৃশ্য তর্জনীঘেরা সময়ের বুকে চেপে।
ক্ষমতার ধারাপাত
নতুন পাঠ কেমন এনেছে তুলে
হাড় হিম করা ছায়া অন্ধকারে
পুড়ে গেছে অপাপবিদ্ধ শিশুসহ
অবান্তর গুটিকয় প্রাণ
কুলুপ এঁটেছে কেন ওঁরা মুখে?
ছায়াশ্রয়ী শাণিত বৈদগ্ধ্যের লাবণ্য
বুঝি যাবে ঝরে
মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
শ্রীদাম কুমার-এর কবিতা
খানকয় বই, শূণ্যতার তাকে
বইয়ের তাকে খানকয় বই,
আছে সাজানো--পড়া হোক বা না হোক
আমার অস্তিত্বের স্বপ্ন নিয়ে......
চরাচরের শূন্য ভুবনে
অস্তিত্বের কোন্- এক অদৃশ্য সূতোয়
থাকবে জড়িয়ে-- জানা নেই.....
খাতা-কলম কিছু আঁকিবুকি--
আকীর্ণ সমাহার, গুচ্ছগুচ্ছ ক্ষনিক রোমাঞ্চ
প্রকীর্ণতা.....
কোথায় থাকবে ছড়িয়ে ছিটিয়ে
জানি না.....
কায়ার কলহে কোকনদ
ওঠে ফুটে নিত্যদিন
গন্ধবিধুরতা চারপাশে কেবলই....
কী আর করা, শূণ্যতাকেই
আচমন করে গলাধঃকরণকরছি
বিম্বের প্রসারণে দিনদিন....
দিনগত গ্লানি ধুয়ে যাওয়ার পালা এবার,
অপেক্ষা আর অপেক্ষা শুধু....