মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

শ্রীদাম কুমার-এর কবিতা


 খানকয় বই,  শূণ্যতার তাকে

বইয়ের তাকে খানকয়   বই

   আছে সাজানো--পড়া হোক বা না হোক

    আমার অস্তিত্বের স্বপ্ন নিয়ে...... 

    চরাচরের শূন্য ভুবনে

     অস্তিত্বের কোন্- এক অদৃশ্য সূতোয়

    থাকবে জড়িয়ে-- জানা নেই..... 

 

   

   খাতা-কলম কিছু আঁকিবুকি--

   আকীর্ণ সমাহার, গুচ্ছগুচ্ছ ক্ষনিক রোমাঞ্চ

   প্রকীর্ণতা..... 

   কোথায় থাকবে ছড়িয়ে ছিটিয়ে

   জানি না..... 

 

  কায়ার কলহে কোকনদ

  ওঠে ফুটে নিত্যদিন

  গন্ধবিধুরতা চারপাশে কেবলই.... 

 

 

   কী আর করা, শূণ্যতাকেই 

   আচমন করে গলাধঃকরণকরছি 

 

 

   বিম্বের প্রসারণে দিনদিন....

 

 

  দিনগত গ্লানি ধুয়ে যাওয়ার পালা এবার,   

   অপেক্ষা আর অপেক্ষা শুধু.... 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন