মুখে রঙ মাখে সখিনা, চোখে কাজল
ঠোঁটে গাঢ় সস্তা লিপিস্টিক!
স্বামীকে নিয়েছে তাঁর নব্বইয়ের
গণঅভ্যুত্থান।
রাত দুপুর ঘনায় অন্ধকার পথ হাঁটে
সখিনা; ধানক্ষেতে কখনও কখনও বা
পাটক্ষেতে মহাজনের করাল থাবা!
কাঁদে সমিরন, জমিরন, করিমন
অপেক্ষাতে থাকা পরিবার তাঁর; কখন
ফিরবে সখিনা; পাবে দুধ, পাবে ভাত
গরম ভাতের গন্ধ ছড়াবে বাতাসে!
মধ্য আকাশে ঝলকে ওঠে সূর্য
তপ্ত জিহ্বাতে ঝরে আগুন! কাঁদে রজনী,
কাঁদে সখিনা ঝুলেছে ফাঁসিতে বিয়ের কনে
সমিরন; দিতে পারেনি যৌতুক!
হেঁকে যায় মন পথে অচেনা
ফেরিওয়ালা! মন কেমন করা বাতাস
ঘুরছে বিশ্বজুড়ে!
ধন্যবাদ ও শুভকামনা
উত্তরমুছুনশুভ কামনা
উত্তরমুছুন