পাপড়ি ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পাপড়ি ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১ অক্টোবর, ২০২২

পাপড়ি ভট্টাচার্য-এর কবিতা

মায়াবী পালক 

জীবন জুড়ে ছড়িয়ে রয়েছে মায়াবী পালক
খসে আসা পালকের শেষ রক্ত চিহ্ন
পাখি তুচ্ছ করে অনায়াসে,
পৃথিবীর বিবর্ন পাতার বর্ষনে
গাছের কিছু যায় আসেনা
           সে সবুজ ডানা মেলে দেয়,
এক একটা বাঁক নেওয়া সময় শুধু বলে দেয়
ঋতুকাল দুয়ারে দাঁড়িয়ে।

তুমি মানুষ, তোমার পালক নেই
ঝরে পড়া নেই, খসে পড়া নেই
হাড়ের গায়ে অপুষ্ট চামড়ায় ঝুলে থাকো
বেঁচে থাকো,ডাক পিয়ন ডাক দেবে ঠিক

মায়াবী পালক যা ছিল যৌবনের
শূন্য পথে সে শুধু তোমার আনন্দ স্মৃতি।

 

রবিবার, ১ মে, ২০২২

পাপড়ি ভট্টাচার্য-এর কবিতা

আকাশখোলা দরজায়
                   
ইচ্ছে করে পালিয়ে যেতে কোথাও
কিন্ত যাবোই বা কোথায়
পিছু টানেরা দরজা আগলায়
থাকি সবার সঙ্গে না থাকা হয়ে
কোন বিশ্বাসে বেঁচে থাকা
ভর সন্ধের পূর্ণিমার চাঁদটা যেমন
পরদিন একটু দেরিতে দেখা দেয়
ইচ্ছে হয় ঐরকম কোন স্নিগ্ধ বুকে
মুখ লুকিয়ে বসে থাকি।

যেই আকাশ খোলা দরজায় এসে দাঁড়ালো
আমি মায়াটানের কথা বলে উঠি -
আমার যাওয়া না যাওয়া,কস্ট ফ্রেম
সেই তাদের কথা ভেবে অনিচ্ছায় হলেও
অনিবার্য হয়ে আছি শুধু।