শান্তনু ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শান্তনু ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

শান্তনু ভট্টাচার্য-র কবিতা

এবং এখন

জলরঙের পেট থেকে প্রসব হচ্ছে 
অবান্তর দৃশ্যগাথার এক অদ্ভুতুড়ে দিনকাল

কয়েকপা এগুলে রাষ্ট্রের ভাষায় কিচিরমিচির 
ফিল্ম ফেস্টিভাল জুড়ে 
কবিসম্মেলন গুলোতে 
জাতীয় কবি হওয়ার পিচ্ছিল দৌড় দেখছে 
রেশনের ডিউ স্লিপ হাতে পলেতারিয়েত 

দুর! বলে  যে ছেলেটি ভেবেছিল 
কবিতা লিখে মহৎ কাজ করা যায় 
তাকে ডেকে নিয়ে গেছে পড়শী নদী 

এখন রেডিকেল বিপ্লবী মেঘেদের
 গা থেকে ঝরে পড়ছে শান্তি রঙের বৃষ্টি

দূর সঙ্গমের গায়ে...।

 

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

শান্তনু ভট্টাচার্য-র কবিতা

রং ক্যালকুলেশন

মানি স্কয়ারের মাথার ওপর থেকে নেমে আসা আলো 
মাথা কুটছে অ্যাপোলো গ্লেনিগেলসের মর্গের দরজায়। 

কাদাপাড়া থেকে বেরিয়ে আসা রামনবমীর যাত্রা হ্যালুসিনেশন করতে করতে 
মিলিয়ে যাচ্ছে আজানের টেলড্রপে।

এদিক ওদিকে যারা নিজেদের বিদ্যজন বলে মনে করে-
তারা ভেবেছিল সাদা পতাকার নাড়লেই পায়রা হওয়া যায়।
এখন তাদের পেটে প্রচন্ড ব‍্যথা। গা বমি বমি ভাব।

বারবার মন্ত্রী এগিয়ে দিলেও –––

আড়াই চালে ভেস্তে দিচ্ছে ঘোড়া।

টি টোয়েন্টি এখন গড়িয়ে যাবে পাঁচদিনে... 
অথচ রেডিও থেকে  রেসের মাঠ
সব জকিরাই প্রাণপন ছুটছে

ছোটবেলায় পোষা মুনিয়া পাখিটা খাচার ভেতর 
নিশ্চুপ  মরে পড়েছিল কী বিস্ময়কর  সুখে 
শরীরের ভেতরে শুরু হওয়া 
হরমোনাল ইমব‍্যালেন্সে ভর করে
আমি তার কাছেই আজ ফিরে চললাম...

 

রবিবার, ১৯ মার্চ, ২০২৩

শান্তনু ভট্টাচার্য-র কবিতা

প্রশ্রয় 

একটা  রোদ্দুর ভিজে যাচ্ছে তোমার আদরে 
একটুও হিংসা হচ্ছে না আমার 

তোমার প্রশ্রয় পেয়ে পায়ে পায়ে ঘুরে বেড়ায় যে বিড়ালটা 
সে এখন বাঘ হবার স্বপ্নে বিভোর 

কুঁকড়ে যাওয়া ছবির ভেতর থেকে
উঠে আসছে- তুমি তুমি গন্ধ 
বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে 
 
ঠিক তখনই মরে যাওয়া বসন্ত গাছের উপর 
পোজ দিচ্ছে একটা প্রজাপতি

দাঁত না নখ 
দেওয়ালে পিঠ না ঠেকলে আদপেও বোঝা যাবেনা

পিছনে সর্বদা  অন্ধকার রঙের পর্দা
যার ওপর ছবি আঁকো 
দেখতে না পেলেও
তুলি টানার আওয়াজটা ঠিক  শুনতে পাই...

 

সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

শান্তনু ভট্টাচার্য-র কবিতা

বড়ন্তি 

এখানে সন্ধ্যে হলেই ঝিঁঝিঁ পোকার ডাক 
রিসোর্ট এর বাইরে ফুলের গেঠ পেরিয়ে 
সটান উঠে গেছে যে টিলাটা--
তার মাথায় কেউ আগুন ধরিয়ে দিয়েছে
গলন্ত সোনা গড়িয়ে গড়িয়ে নেমে আসছে 

এদিকে চার পেগ হুইস্কির নেশায় ধুম জ্বর তোমার 
হাতে জড়িয়ে নিয়েছেো আঙুল 
ভুলে গেছো অন্ধকারে নগ্ন হওয়ার 
কোনো পেনাল কোড নেই।

তৃতীয় প্রেমিকের মতো জোছনা খেলা করে যাচ্ছে 
হুক খোলা স্তনের উপর
অথচ এখানকার সমস্ত গাছ-পাথর নদীর মতোন
ফাঁকা হুইস্কির বোতলটাও জানে  
আজন্ম শুধু পাহারাই দিয়ে যাব তোমায়...