সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

শান্তনু ভট্টাচার্য-র কবিতা

বড়ন্তি 

এখানে সন্ধ্যে হলেই ঝিঁঝিঁ পোকার ডাক 
রিসোর্ট এর বাইরে ফুলের গেঠ পেরিয়ে 
সটান উঠে গেছে যে টিলাটা--
তার মাথায় কেউ আগুন ধরিয়ে দিয়েছে
গলন্ত সোনা গড়িয়ে গড়িয়ে নেমে আসছে 

এদিকে চার পেগ হুইস্কির নেশায় ধুম জ্বর তোমার 
হাতে জড়িয়ে নিয়েছেো আঙুল 
ভুলে গেছো অন্ধকারে নগ্ন হওয়ার 
কোনো পেনাল কোড নেই।

তৃতীয় প্রেমিকের মতো জোছনা খেলা করে যাচ্ছে 
হুক খোলা স্তনের উপর
অথচ এখানকার সমস্ত গাছ-পাথর নদীর মতোন
ফাঁকা হুইস্কির বোতলটাও জানে  
আজন্ম শুধু পাহারাই দিয়ে যাব তোমায়...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন