মিঠু সরকার মুখোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মিঠু সরকার মুখোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২ জুন, ২০২৩

মিঠু সরকার মুখোপাধ্যায়-এর কবিতা

চৈতালি বৃষ্টিতে

চৈতি মেঘের হঠাৎ আনাগোনায় 
ঝমঝমিয়ে বৃষ্টি ভেজালো মাটি।
শিরশিরে এক হাওয়ার দল এসে
মন ভরালো পরশ দিয়ে খাঁটি।

ঠান্ডা ঠান্ডা শীতের সকাল যেন,
বিলিয়ে দিয়ে এক পশলা শীত
কোকিলের কুহু তানের সুর-ও
 হারিয়ে দিল তাদের গলার গীত।

এক ছুট্টে মাঠের জলে চেয়ে,
ভাবতে থাকি নৌকা ভাসা দিন
সেই খেলা আর নেইকো শিশুর মনে
সেদিনের সেই স্বপ্নভরা দিন!

জগত জুড়ে কে দিল রে সব
এত এত নানান রকম সাজ
বর্ষা এলেই বৃষ্টি ঝরে পরে
চৈত বোশেখের দিনে বাজাই বাজ।

 

রবিবার, ১৯ মার্চ, ২০২৩

মিঠু সরকার মুখোপাধ্যায়-এর কবিতা

কেন চলে গেলে 

হাজার মানুষের ভীড়ে আজ আমি ক্লান্ত অফিসে 
বাবা, তোমারি দেওয়া চেয়ারে আজ আমি বসে!
মাঝে মাঝে ভাবি এ কেমন চাকুরী পাওয়া 
তুমিও জানো এটা আমার কোনোদিনও ছিলনা চাওয়া।
ডাক্তারি পড়তে গিয়ে হঠাৎ করেই এই টেলিগ্ৰাম
কান্নায় ভাঙা বুক নিয়ে এলাম নিজের গ্ৰাম।
শ্রাদ্ধাদি সেরে উঠে দাঁড়িয়ে দেখলাম
দুখিনী মায়ের পাশে দাঁড়ানোর প্রয়োজন বুঝলাম!
ছোটো ভাই বোনের মুখে অন্ন তুলে দিতে
বাধ্য হলাম বাবার অকাল মৃত্যুর চাকুরী নিতে।
আজ আমি ডাক্তার থেকে অফিসের সামান্য কেরানী
সংসারের ভার বহনের তরে আনিনি আমার ঘরনী!
ভাই বোনের পড়ার যোগান দিতে ক্লান্ত আজ
অফিসের নানান কাজের চাপে মাথায় বাজ!
বোনের বিয়ের জন্য ছুটির পর ওভার টাইম করি
রাত দশটায় ক্লান্ত শরীরে ফিরে আসি বাড়ি।
সত্যি বলছি বাবা তুমি কোথায় গেলে ছেড়ে
আর কোনোদিন কি তুমি আসবে না ফিরে!  
বাবা না হয়েও আজ আমি তোমাকে বুঝি
হাজার মানুষের ভীড়ে আজও আমি তোমাকেই খুঁজি!!