রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
দীপঙ্কর সরকার-এর কবিতা
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
দীপঙ্কর সরকার-এর কবিতা
শুক্রবার, ২ জুন, ২০২৩
দীপঙ্কর সরকার-এর কবিতা
রবিবার, ১৯ মার্চ, ২০২৩
দীপঙ্কর সরকার-এর কবিতা
মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
কবিতা : দীপঙ্কর সরকার
ছাই
রবিবার, ১ মে, ২০২২
দীপঙ্কর সরকার-এর কবিতা
বিস্মিত বিস্ময়
গাঢ় বেদনায় নীল হয়ে রয়েছে হৃদয়
জানিনা এ কোন পাপের ফল, বিস্ময়ে
চেয়ে দেখি জ্যোৎস্নার ঢল এত কাছে তবু
ধরতে পারি না তাকে সমূহ হলাহল।
ছায়া ছায়া রাত যেন তিরতির কাঁপে চরাচর
পড়ে থাকে মরুতৃষা নিয়ে রাতপাখি ডেকে
যায় সকরুণ রাগে।
হাওয়ার বল্কল খসে পড়ে পালক পাতা
যেন ঝরে যায় অদ্ভুত খেয়ালে, আমি
চেয়ে দেখি কার হৃদয় তখনও গাঢ় বেদনায়
নীল হয়ে থাকে।
শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
দীপঙ্কর সরকার-এর কবিতা
আমার স্বপ্ন
আমার স্বপ্ন যত ভেসে ফেরে সমুদ্রের ঢেউয়ে
ওড়ে ফুরফুরে বাতাসে পাল তোলা নৌকার
মতো ।
আমার স্বপ্ন যত লেলিহান শিখায় পোড়ে অথচ
নষ্ট হয় না সবটা , ফিনিক্স পাখির মতো ডানা
মেলে ফেরে ।
আকাশের নীল দিগন্তে মিশে যায় মহাশূন্যের
বুকে , ফলত আমার স্বপ্ন দ্যাখা শেষ হয় না
একেবারে ।
একটা স্বপ্ন বিলীন হতে না হতেই আর একটা স্বপ্ন
এসে ভিড় জমায় অদৃশ্য মনের গহনে ; স্বপ্নের শেষ
নেই কোনো ।
ফসিল হয়েও ঠিক ফিরে ফিরে আসে কড়া নাড়ে
বদ্ধ আগলে ।
শনিবার, ১ জানুয়ারী, ২০২২
দীপঙ্কর সরকার-এর কবিতা
শিরোনাম
জ্যোৎস্নায় ধুয়েছি হাত , সেই ঘ্রাণ লেগে আছে
ঠোঁটে , ঘাসে ঘাসে বার্তা গেছে রটে । আশঙ্কা যতই
অমূলক হোক ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে
একটু তো ডরাবে নিশ্চিত।
আমারও সেইদশা জ্যোৎস্না ধোওয়া এই হাতে
খেয়েছি আমিষ ও অ্যালকোহল বন ভোজনের
রাতে ; দারুণ হুল্লোড়ে কিছুই ছিল না খেয়াল।
কখন যে জ্যোৎস্না মেখেছি সারা গায়ে , ম ম গন্ধে
আকাশ গিয়েছে ভরে , রাত্রি লিখিত সেই সুসমাচার
এখন সংবাদ শিরোনামে।
সোমবার, ১ নভেম্বর, ২০২১
দীপঙ্কর সরকার-এর কবিতা
প্রহর
শ্মশানের শান্তি এখন ধূসর শূন্যতা বুকে ভেসে
যাচ্ছে মেঘ , ঝামর ঝামর রোদের উৎপাত নেই।
পালক পাতারা খসে পড়ছে টুপটাপ , পিয়ানো
বাজছে কোথাও অদ্ভুত মাদকতা যেন সুরেলা
আওয়াজ । বনবীথি জুড়ে আশ্চর্য শিহরণ গা ছম
ছম ভাব , জমে উঠছে বিবাহ বাসর গোধূলি লগ্নে
প্রজাপতি নির্বন্ধ মহাফেজ খানায় আমন্ত্রিত লোক
সমাগম আর আমি হাত ধোয়ার অপেক্ষায়।
রবিবার, ১ আগস্ট, ২০২১
দীপঙ্কর সরকার-এর কবিতা
ঘুমচাঁদ
ঘুমের ভেতর দেখি জেগে আছে চাঁদ
ঘাসেদের লিপি যেন মেখেছে সোহাগ।
মাছেরা দিয়েছে উড়ান , গোপন চিঠির
বার্তা পেয়ে নদী-জল এখন সতর্ক সজাগ।
ঢেউয়ে ঢেউয়ে বেলা যায় পুরোনো শত্রুতা
ভুলে বাতাস দিগন্তে মেলেছে পাকসাট --
ঘুমের ভেতর দেখি বাহারি চাঁদের ঠাটবাট।
শনিবার, ১ মে, ২০২১
দীপঙ্কর সরকার-এর কবিতা
অলিখিত সংবাদ
দু-এক টূকরো অভিমান ঝরে পড়ে চেনা চেনা
রোদের ওপর , নিহিত সংলাপ উড়ে যায় ফুৎকারে।
রঙিন প্রজাপতি হারায় ঠিকানা প্রত্যাসন্ন ঝড়ে
মরে বক , ফকিরের কেরামতি বাড়ে।
ভয়ের পরিখা উপেক্ষা করে আঙুল জ্বলে ওঠে
শেষ ফাগুনের আলো আড়মোড়া ভেঙে ছুটে যায়
সমাধি সন্ধানে , মৃত্যু কল্প ভেবে চোখ মোছ তুমি
হে অর্ধনারীশ্বর জানো নাকি আগুনে অভিলাষ
সব পোড়ায় দহন অন্ধকারে।