শিরোনাম
জ্যোৎস্নায় ধুয়েছি হাত , সেই ঘ্রাণ লেগে আছে
ঠোঁটে , ঘাসে ঘাসে বার্তা গেছে রটে । আশঙ্কা যতই
অমূলক হোক ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে
একটু তো ডরাবে নিশ্চিত।
আমারও সেইদশা জ্যোৎস্না ধোওয়া এই হাতে
খেয়েছি আমিষ ও অ্যালকোহল বন ভোজনের
রাতে ; দারুণ হুল্লোড়ে কিছুই ছিল না খেয়াল।
কখন যে জ্যোৎস্না মেখেছি সারা গায়ে , ম ম গন্ধে
আকাশ গিয়েছে ভরে , রাত্রি লিখিত সেই সুসমাচার
এখন সংবাদ শিরোনামে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন