তিনটি অণুকবিতা
১.
জননী
আশ্রয়ের উষ্ণতা প্রত্যাশাহীন অন্ধকার
একমুখী নিঃস্বতার আনন্দে ক্লিশে স্লোগানটিকে
গ্যাসবেলুনে উড়িয়ে অমরত্ব নাও।
২.
আশ্রয়
মিথ্যে বলা মুখ ও মুখোশ ৯০ ডিগ্রি ঘুরুক
প্রকৃত অবলম্ব তোমার বুকে মুখ রাখি
সর্বংসহ মাটি কলঙ্কের ভার বহ নির্দোষ
প্রতিবাদী নও তাই সর্বাঙ্গে আঘাত নিয়ে
বেশ আছো পরিপাটি।
৩.
কবন্ধ
কতদিন মুখহীন দেহহীন সংখ্যা মাত্র
ফাঁপা অবয়ব পুতুলের নড়াচড়া
মাথাটাথা ছিল কবে? মনে নেই।
শব্দ ছিল? প্রতিবাদ! সত্য-মিথ্যা
নীতিবোধ বিবেকদহন!
ক্ষুদ্র অথচ কি বিশাল ব্যাপ্তি।
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ কবি।
উত্তরমুছুন