শনিবার, ১ জানুয়ারী, ২০২২

জয়ন্ত চট্টোপাধ্যায়-এর কবিতা

তিনটি অণুকবিতা

.
জননী
  

আশ্রয়ের উষ্ণতা প্রত্যাশাহীন অন্ধকার
একমুখী নিঃস্বতার আনন্দে ক্লিশে স্লোগানটিকে
গ্যাসবেলুনে উড়িয়ে অমরত্ব নাও।


.
আশ্রয়
  

মিথ্যে বলা মুখ মুখোশ ৯০ ডিগ্রি ঘুরুক
প্রকৃত অবলম্ব তোমার বুকে মুখ রাখি
সর্বংসহ মাটি কলঙ্কের ভার বহ নির্দোষ
প্রতিবাদী নও তাই  সর্বাঙ্গে আঘাত নিয়ে
বেশ আছো পরিপাটি।



.   

কবন্ধ 

কতদিন মুখহীন দেহহীন সংখ্যা মাত্র
ফাঁপা অবয়ব পুতুলের নড়াচড়া
মাথাটাথা ছিল কবে? মনে নেই।
শব্দ ছিল? প্রতিবাদ! সত্য-মিথ্যা
নীতিবোধ বিবেকদহন!

 

২টি মন্তব্য: