দাঁড়িয়ে আছে থাক!এখনই তো ডেকে নিতে পারি;
তবু দু-এক প্রহর যদি শিউলির মত অপেক্ষায়
রাখতে পারি ক্ষতি কি!
চাইছে বলেই কি যেতে দেওয়া যায়! মধ্যাহ্ন তো
এই মাত্র হাত ছাড়ল,
বাইরে নীল আকাশের গায়ে ফানুসের মত
ভেসে চলেছে উচাটন মেঘ
একটা মেধাবী বাতাস চকিত আড় ভেঙে
ঢুকে পড়ল শীতের অক্ষরমালায় আর
দূরে একদল নক্ষত্র জোড় হাতে কুশল বিনিময় সেরে
তাকে স্বাগত জানাবে ভাবতেই
গজ, তুলোর উত্তাপ নিয়ে প্রহরায় থাকল সংসার, নীল আকাশ