তাজিমুর রহমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তাজিমুর রহমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

তাজিমুর রহমান-এর কবিতা

মৃত্যু-২

দাঁড়িয়ে আছে থাক!এখনই তো ডেকে নিতে পারি;

তবু দু-এক প্রহর যদি শিউলির মত অপেক্ষায় 

রাখতে পারি ক্ষতি কি!


চাইছে বলেই কি যেতে দেওয়া যায়! মধ্যাহ্ন তো 

এই মাত্র হাত ছাড়ল,

বাইরে নীল আকাশের গায়ে ফানুসের মত

ভেসে চলেছে উচাটন মেঘ

একটা মেধাবী বাতাস চকিত আড় ভেঙে

ঢুকে পড়ল শীতের অক্ষরমালায় আর 


দূরে একদল নক্ষত্র জোড় হাতে কুশল বিনিময় সেরে

তাকে স্বাগত জানাবে ভাবতেই

গজতুলোর উত্তাপ নিয়ে প্রহরায় থাকল সংসারনীল আকাশ

 

শনিবার, ১ অক্টোবর, ২০২২

তাজিমুর রহমান-এর কবিতা

গৃহলিপি, সংসার

অকপট স্বীকারোক্তি নিয়ে দাঁড়িয়েছি 

গ্রহণ করো প্রভু!  

চকিত দুলে ওঠে জ্যা,পর্দার।পায়ের ছন্দে 

অনুরাগবিহীন মৌতাত



রক্তাক্ত সীমান্তদেশ! প্রহেলিকা সময়

ফিরিয়ে দিয়েছে আমাকে

হৃষিকেশ শুধু জানে নবরাত্রি, পাঞ্চালির নিবেদন

রমাকে রেখেছে প্রহরায় ,তাই

সারথি নয়, রণক্ষেত্রে হতে চাই নিপূণ শিল্পী



এসো, গ্রহণ করো আকটিদেশ! স্নাত হোক 

রোদেলা দুপুর, মৃতনগরী

লহরে লহরে ছড়িয়ে পড়ুক জাহ্নবীর উচ্ছ্বাস, তাহলেই

ভেসে যায় বেপথু উৎসের সকল তমসারেখা 

আর মেদুর আবেশে প্রাণবন্ত হয়ে ওঠে গৃহলিপি, সংসার

 

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

তাজিমুর রহমান-এর কবিতা


জন্মদিন

নিবেদনের কী কোন ইতি থাকে কিংবা প্রস্তাবনা!


ভয় জড়িয়ে থাকা কোন অপরাধ নয়,তবু আঁখি ভরে

শুচিময় গদ্য হয়ে নেমে আসে নিবেদিত অক্ষর,

একটা নীরব অঙ্গীকার কেঁদে ওঠে নিভৃতে...


সমস্ত প্রতর্ক ঘিরে ছড়িয়ে থাকা মৌমাছির দল

তখন পাপড়িভেজা উষ্ণতায়

অভিবাদন প্রকাশ করে জন্মান্তরের দীক্ষা নেয়;

ধ্বনিহীন পড়ে থাকে পুরুষবিকেলের চৈতিগান


তবু,অবেলায় মায়ের ঠোঁট কেঁপে উঠলে

অব্যক্ত ভাষায় কে যেন বলে ওঠে আজ জন্মদিন

সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

তাজিমুর রহমান


 


 পাড়ি

ঈশ্বর দর্শন নয়এখন প্রতিটা প্রভাত মৃত্যুর করাঘাত!

আঁধার শীতলতা নিয়ে দাঁড়িয়ে প্রিয় মফস্বল শহরও

 

বকুল গাছের ডালে যে পাখিটা বসেছিল উদাসীন

তার কাছে কোন সুসংবাদ নেই,বরং

মৃদু হাসির ভেতর লুকানো কান্না বৃষ্টির মতো বাজে

 

অক্ষম সন্তান আমি,পিতৃশোক নিয়ে হেঁটে যাই অনন্তর

তখন শোকের ভেতর শুকিয়ে থাকা শোকে ভেসে ওঠে

প্রিয় মুখেদের চরবিলচকিত হারানো মুখ

 

শুধু দুপুর রোদের মতো আঁখি স্থির হলে

পরীদের স্বপ্ন নিয়ে পাড়ি দিতে হয় পার্থিব জীবন