সোমাভ রায়চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সোমাভ রায়চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

সোমাভ রায়চৌধুরী-র কবিতা

কারিগর 

কতোবার মেরে ফেলতে না পেরে হনন করবে চরিত্তির? 
আমি তো নিজেকে মহান ব'লে দাবি করিনি এ বিশ্বে! 
শুধু একজন কারিগর হয়ে কাটাতে চেয়েছি জীবন স্থির 
তুমি ট্রেন থেকে হাতটা নাড়ালে বিগত ফিল্মি দৃশ্যে 

এখন আটকা পড়েছি বেগম, মধ্যবয়সী সিনেপটে 
পাহাড় আঁকড়ে রডোডেন্ড্রন গুচ্ছ নিয়ে বেঁচে আছি 
কখনো সখনো আছড়ে ফেলছে সফেন সাগর প্রিয় তটে 
ইলোরার গুহাচিত্তির ছুঁয়ে সেন্সরহীন কাছাকাছি। 


হাফ সেঞ্চুরি

হাফ সেঞ্চুরি হাঁকিয়ে আমি ব্যাটখানা যেই তুললাম 
করধ্বনিতে তুমি নিয়ে এলে পাঁচ দশকের কেক 
মোমবাতি জ্বেলে ছুরি ব্যবহার, আবহে তুলকালাম 
ঘর অন্ধকার, নাম উচ্চারণ করলে বার পাঁচেক 

ছোট্টোবেলার পাহাড়ে আমরা আবার যাচ্ছি ট্রেকিং 
Mythos থেকে বেরিয়ে আসছি শিবের জটাজালে 
চারিদিকে ঘুরে খেলে বেড়াচ্ছে বেশ কিছু জলফড়িং 
দৃশ্য ভাঙছি, দৃশ্য গড়ছি বেহেস্ত হাসপাতালে।