চন্দ্রনাথ শেঠ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চন্দ্রনাথ শেঠ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

চন্দ্রনাথ শেঠ-এর কবিতা

অপ্রস্তুত রূপকথা

["...এক রানী যে রাক্ষসী... কেহই জানে না..।
রাজার হাতিশালে হাতি মরিল, ঘোড়াশালে ঘোড়া..."
--- দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার]

আষাঢ়ের লম্বা সন্ধ্যে। সওয়ারি আমরা ঝিমকি-নদীর ঢেউয়ে ছলছল বারি...
খোঁপায় ফুটেছে প্রথম কদম ফুল। মনে পড়ে !
রামধনু আঁকা তেপান্তরেতে ? ওড়ে
রাক্ষুসি চুল...

আমাদের নেই পক্ষীরাজের ঘোড়া
নদীর ঘাটেতে ছোট্ট পানসি ডিঙা
মাঝ দরিয়ায় বারি-বিহঙ্গ দুটি...গেছে কী না গেছে
বেজে ওঠে রামশিঙা... মনে পড়ে ?

হাড়ভাঙা-পথ-- জুড়ে লটকানো ছেঁড়াখোঁড়া মাথা। চর্ব্যচোষ্য হাড়। 
রাজা-মোরগের রক্তপালক। লেগিনস্ --দাঁতে ফুটো...মনে পড়ে

নীলকমলের পুকুরের জলে : ফুটে ওঠা দুটি  লাল কমলের ফুল। 
ঘাড় মটকানো , রক্ত-জমাট  জামা
---তখনও ভাসছে আমাদের মতো দুটো,  ছিন্ন

ভিন্ন ...ভিখিরিকে মনে পড়ে
 

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

চন্দ্রনাথ শেঠ-এর কবিতা

কাশ্মীর-কড়চা

১.
ঈশ্বরের জন্ম লেখা চিনারের পাতা খসে পড়ে 

তাই নিয়ে বয়ে চলা শিকারায় টানাটানি 
 নিজেদের 
ভ্রমরার প্রাণ... 

২.
---আতাগাছে তোতাপাখির মতো ধরে আছে  
আপেল ; বরফ এসে গরমি হাসি বুলিয়ে দিচ্ছে 
 ঠোঁটে , বুলবুলি এক শরম-শরম শীত 

ড্রাইভার গেয়ে উঠল রফি...পালাজো-প্যান্টের 
 মধ্যে  নেচে উঠছে পা যেন মাধুরী দীক্ষিত... 

ঠান্ডায় নগ্ন নক্ষত্ররা বোবা-জড়ো গাইছে 
সংগীত