১.
ঈশ্বরের জন্ম লেখা চিনারের পাতা খসে পড়ে
তাই নিয়ে বয়ে চলা শিকারায় টানাটানি
নিজেদের
ভ্রমরার প্রাণ...
২.
---আতাগাছে তোতাপাখির মতো ধরে আছে
আপেল ; বরফ এসে গরমি হাসি বুলিয়ে দিচ্ছে
ঠোঁটে , বুলবুলি এক শরম-শরম শীত
ড্রাইভার গেয়ে উঠল রফি...পালাজো-প্যান্টের
মধ্যে নেচে উঠছে পা যেন মাধুরী দীক্ষিত...
ঠান্ডায় নগ্ন নক্ষত্ররা বোবা-জড়ো গাইছে
সংগীত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন