শুভম চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শুভম চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৭ মার্চ, ২০২৪

শুভম চক্রবর্তী-র কবিতা

পিগমিদের আকাশ

লিখি তরুণাস্থিভরা-জলে ভেসে থাকা মাছ, 
বিকেলবেলায় উঠে জিভে-দাঁতে, মুখবিবরের 
ফাঁকে, হাঁমুখ শূন্যতার ঘরে। 
লিখি অন্বয় তছনছ করা 
কবিতা কল্পনা লতা ইত্যাদি প্রভৃতি মায়াজাল।
চরাচর ক্রমশ জটিল। তোমার বুকের ভারে 
একটি নরম তারা দুলে ওঠে, বহুদিন আগে।

 

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

শুভম চক্রবর্তী-র কবিতা

নিভন্তের জল 

নিভন্তের দেহ ছুঁয়ে নীলাভ অতলে
মেতে আছি মুগ্ধতার সরীসৃপ জলে
বিনিদ্র কুহক আর পরাবাস্তবতা
মোহহীন বলাবলি কামনার কথা।
আধেক ভাসানে আমি লক্ষ্যহীন জল
জ্বরের আবেশ মেখে বিষাদে বিহ্বল
কতটা নিশ্চল হলে নির্ভার শয্যায়
এ-যাবৎ সবকিছু দূরে চলে যায়...

চিরকাল বাঙময় রূদ্ধশ্বাস ডাকে
প্রতীকী আড়াল থেকে তোমাকে-আমাকে
ময়াল জাপটে ধরে স্মৃতিভারাতুর
অন্তহীন বেদনার রিনিঝিনি সুর
তবু খালি মুগ্ধ হই নিভন্তের জলে
ফলত কামনা ডোবে বিশ-বাঁও-তলে। 

 

শুক্রবার, ২ জুন, ২০২৩

শুভম চক্রবর্তী-র কবিতা

জীবন যেমন

মনখারাপ হয়। আর তারপরও মনখারাপ হয়। নীল মেঘে উড়ে যায় কেউ। কেউ বৃষ্টি-বাদল হয়ে অযাচিত অন্যকে ভেজায়। আমি কাঠফাটা, জলের কাঙাল, মরুতে দাঁড়িয়ে থাকা উটের নীরব। পায়ের তলায় তাতা ধু ধু প্রান্তর। তবু এই একুশ শতকে তাতল সৈকতরূপী সুতমিত রমণী সমাজে কেউ নয় অনপেক্ষ(তুমিও কী সম্পূর্ণ স্বাধীন!)। মেঘে মেঘে অকারণ ওড়ো। কখনও নাভির নীচে ছেনে আনো বিস্তীর্ণ জাঙাল। তবু শেষের বিচারে গিয়ে সবকিছু ভুলই মনে হয়। তাতল সৈকতে বারিবিন্দুসম, তোমাদের আমাদের জীবন যেমন।