নিভন্তের জল
নিভন্তের দেহ ছুঁয়ে নীলাভ অতলে
মেতে আছি মুগ্ধতার সরীসৃপ জলে
বিনিদ্র কুহক আর পরাবাস্তবতা
মোহহীন বলাবলি কামনার কথা।
আধেক ভাসানে আমি লক্ষ্যহীন জল
জ্বরের আবেশ মেখে বিষাদে বিহ্বল
কতটা নিশ্চল হলে নির্ভার শয্যায়
এ-যাবৎ সবকিছু দূরে চলে যায়...
চিরকাল বাঙময় রূদ্ধশ্বাস ডাকে
প্রতীকী আড়াল থেকে তোমাকে-আমাকে
ময়াল জাপটে ধরে স্মৃতিভারাতুর
অন্তহীন বেদনার রিনিঝিনি সুর
তবু খালি মুগ্ধ হই নিভন্তের জলে
ফলত কামনা ডোবে বিশ-বাঁও-তলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন