যে লেখাটি পাঠিয়েছিলাম
ডিলিট করেছি।
যদি আবারও পড়েন, তারপর আবারও!
যদি বারবার হাসেন!
কতবার লজ্জা ঢাকা যায় বলুন!
কিম্বা
যদি মিলে যায় অনেককিছুই
হতেই তো পারে। যদি সত্যিই কথা বলা বারণ হয়ে যায়!
ডিলিট অপশন না থাকে!
তার চেয়ে এই ভালো।
নিয়মমাফিক সবুজ থাকুন।
যেন কোথাও কোন কবিতা পাঠানোর কথা বলা হয়ে ওঠেনি কারো।
অথচ বলতে চেয়েছিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন