দেবাশীষ মুখোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেবাশীষ মুখোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

দেবাশীষ মুখোপাধ্যায়-এর কবিতা

সমুদ্র ভাঙ্গে বুকের ভেতর

চেয়ারে বসে আছি মুখোমুখি ,সমুদ্র ও আমি!
' ধাঁই কিরি কিরি', ' মদোনমোহন ' ডাক কানে আসে।
চোখ চেয়ে দেখি সমুদ্রের রাগ....
অভিমানী প্রিয়ার মতো ঝাঁপিয়ে বালির বুক চিরে দিতে চায়।

এতো রাগ!
এতো অভিমান রোজ রোজ!
প্রতি মূহুর্তে গর্জে ওঠা;
ভাঙ্গার নেশায়!

তোমাকে মনে পড়ে...
শেষের দিকে এভাবেই ভাঙ্গতে সারা বাড়ি।
অভিমানী যাপন ছিল প্রতিদিন।
তোমারও দয়িতের সাথে মিলনের আকাঙ্খায় আঁকা ছিল সারা শরীর!

আজ আর বাড়িতে চিৎকার গর্জন নেই।
তুমি এক সকালে চলে গেছো সব অভিমান ফেলে রেখে।
নতুন সুখের ঠিকানায় আজ সুখ পাও তো?
নাকি সেখানেও সমুদ্রের মতো সারাক্ষণ.......

 

শুক্রবার, ২ জুন, ২০২৩

দেবাশীষ মুখোপাধ্যায়-এর কবিতা

চলে যাওয়ার পথে

ঘাটের পাশে বসে আছি
তুমিও আছো
নদীর ডাক শুনছি
সারা বিকেল অনেক কথা বলে গেলে
আমরা চুপ করে যাই

অন্ধকার নেমে আসতে থাকে
একটু একটু করে
নদীর হাওয়ায় তোমার চুল প্রশ্রয়ে জড়িয়ে ধরে আমার মুখ
তোমার শরীর আগুন জ্বালাতে থাকলে
জড়িয়ে ধরি
শুষে নিতে থাকি সুখ
আগামীর জন্য

অস্পষ্ট আলোয় ভেসে আসা প্রতিমার কাঠ
মুচকি হেসে বলে ওঠে
'সে থাকবে কতক্ষন
সে যাবে বিসর্জন '!!

 

শনিবার, ১ অক্টোবর, ২০২২

দেবাশীষ মুখোপাধ্যায়-এর কবিতা

বুকের ধারায় বৃষ্টি নামে

বৃষ্টির সে পথে আজকাল আর যাওয়া হয় না

ভেজা চুপচুপে ভালোবাসা আর সারা গায়ে মাখা হয় না

মাটির গন্ধ মাখা পথ আর ডাকে না আমায়

নিরালা বিকেল তাই একাকী আকাশ দেখা

প্লেনটা রোজ এই সময় উড়ে যায়

মেঘের মধ্যে দিয়ে কেমন সহজ চলাচল 

ইচ্ছা করে একদিন মেঘ হয়ে এই প্লেনটাকে ছোঁব

ঝরে পড়বো বৃষ্টি হয়ে ওর গায়

বারান্দায় বসলে গাছের ভেজা দেখি

ওরা মজায় ভেজে সকাল বিকেল

পাতা থেকে টুপটুপ করে জল ঝরে পড়লে

হাত বাড়িয়ে কুড়িয়ে নিই ফোঁটাগুলো

সারা শরীরে একটা স্পর্শ খেলে যায়

বুকের গহীনে কেমন এক দোলা 

ভালোলাগারা তখন ভর করে আমার সন্ধ্যায়

 

অনেক দিন বৃষ্টির পাশে বসা হয়নি চুপকথায়