শুভদীপ দত্ত প্রামানিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শুভদীপ দত্ত প্রামানিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

শুভদীপ দত্ত প্রামানিক-এর কবিতা

সুজাতা

শোনো আজ তুমি, তুমি ও তোমরা মিলে কালোবাড়ির সামনে বসে সুজাতার স্কেচ করবে। 

কেউ তখন বুদ্ধের দিকে তাকাবে না
শুধু স্কেচ
ঘাসের ওপর দিয়ে বয়ে যাবে বাতাস, হেঁটে বেড়াবে কালো পিঁপড়ে, ঘাসের ডগায় তোমাদের ছায়া। 

সুজাতার স্কেচ শেষ হলে সামান্য জল খেয়ে বুদ্ধের দিকে তাকাবে
কপালে শান্ত ঘাম
প্রার্থনা করে বলবে : চোখ খুলুন জ্যোৎস্নাপুরুষ। 

আঁকার প্যাডের সুজাতা চিনতে পারছে না বুদ্ধকে
তোমরা এখনোও কেউ চিনতে পারোনি বুদ্ধের মরু ও মেরু! 

 

শুক্রবার, ২ জুন, ২০২৩

শুভদীপ দত্ত প্রামানিক-এর কবিতা

ও চৈত্র, অপরাহ্ন

ও চৈত্র
সারাবেলা প্রচ্ছদ পাখির আড়ালে 
                                        আহ্লাদ
ছায়ার ভূমিকা বাঁধি বিক্ষুদ্ধ মেঘে
ছিল মেঘ অতীতের আলতা বিকাল। 

শেষ
কত ছিন্ন তবু কত রূঢ় শিল্পী বৈশাখ
যৌবন ছিঁড়েছে নিষিদ্ধ অপরাহ্নের বাহুল্য 
জেগেই আছি , হাঁটু ও স্কেলে। 

পাশে লাফিয়ে বসে বৈশাখ 
আড্ডাবাজ বৈশাখ 
খোদাই করছি বিদেশি গির্জার পাখিদের প্রেম
                                      নাটকের নাম বিতথ। 

শঙ্খ বেজে ওঠে 
ধান ও নৃত্যরত খিলান

আমি খেয়ে ফেলেছি সত্যি নদীর পরমায়ু।  
 

শনিবার, ১ অক্টোবর, ২০২২

শুভদীপ দত্ত প্রামানিক-এর কবিতা

প্রাচীন ধানের শিষ 

 

ফুলের ঘোড়াগুলো বাতাসে দোলে 

যুক্তি বিশ্বাসী সঙ্গম ছোট পত্রিকার রাজধানী 

মহাজ্যোতি নিরক্ষীয়  

মনে পড়ছে ঈশ্বর না মানা মেয়েদের পিঠ 

 

স্থল অনুভূতিচুপ কাঁপে শত্রু পাখির ডানা

প্রত্ন ঝিনুক নেই এখানে

প্রাচীন ধানের শিষ যন্ত্রণা সহ্য করতে করতে 

যক্ষের দিকে বেঁকে গেছে 

বাতাসে দুলছে ফুলের ঘোড়া 

 

একটুকরো একাকিত্ব ব্রহ্মান্ডতাঁত

একা একা নিজের গলায় রাখি নম্র ফাঁস