শনিবার, ১ অক্টোবর, ২০২২

শুভদীপ দত্ত প্রামানিক-এর কবিতা

প্রাচীন ধানের শিষ 

 

ফুলের ঘোড়াগুলো বাতাসে দোলে 

যুক্তি বিশ্বাসী সঙ্গম ছোট পত্রিকার রাজধানী 

মহাজ্যোতি নিরক্ষীয়  

মনে পড়ছে ঈশ্বর না মানা মেয়েদের পিঠ 

 

স্থল অনুভূতিচুপ কাঁপে শত্রু পাখির ডানা

প্রত্ন ঝিনুক নেই এখানে

প্রাচীন ধানের শিষ যন্ত্রণা সহ্য করতে করতে 

যক্ষের দিকে বেঁকে গেছে 

বাতাসে দুলছে ফুলের ঘোড়া 

 

একটুকরো একাকিত্ব ব্রহ্মান্ডতাঁত

একা একা নিজের গলায় রাখি নম্র ফাঁস

 

1 টি মন্তব্য: