কোলাজ
গোল ঘুরতে থাকা অন্ধ তেপায়া
আর হোঁচট, যা সারস্বত
ইঞ্চি খানেক ধরে গভীর জলাধার
একটি নল, ভেতরে ও বাইরে
অজস্র নলের স্তর
ভেদ অভেদ জুড়ে লবণাক্ত স্বাদ
কীসের অপেক্ষা তবু
মুচকি হেসে পালিয়ে যাচ্ছে বেড়াল
বাঃ বাঃ খুব ভালো
বাঃ বাঃ খুব ভালো
উত্তরমুছুন