অসিকার রহমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অসিকার রহমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

অসিকার রহমান-এর কবিতা

দর্পিত আগ্রাসনের পরে

মহাপাপে পৃথিবীর মাটি ক্লেদাক্ত 
হিংসা ও চপলতার দর্পিত আগ্রাসনে 
শূচিতা  লুপ্ত প্রায় 
চতুর্দিকে ঘটছে জেনোসাইড মরছে মানুষ 
পরিকল্পনার পাঠে সিদ্ধহস্ত হন্তারক 
মানুষ মারছে শান্তিকামী মানুষ। 
সাদা চামড়ার অগ্নি অহংকারে 
পুড়ে যাচ্ছে কালো চামড়ার মানুষ..... 

এবার সহ্যের পিঠ ঠেকছে দেয়ালে 
খোঁচা খাওয়া বাঘের মতো 
উঠে দাঁড়াবে যুথবদ্ধ মানুষ —
এখন জগত জুড়ে বেজে উঠুক পাঞ্চজন্য 
                           পৌণ্ড্র আর মণিপুষ্পক 
অনিবার্য শুরু মহা যুদ্ধ।

কলঙ্কময় ইতিহাসের শেষে 
ত্রিপাপ মুক্ত হবে ধূসরিত মানুষ। 

 

রবিবার, ১ আগস্ট, ২০২১

অসিকার রহমান-এর কবিতা


তবু শিকারি সন্ধানে 

তোমার নাভিমূল জুড়ে খেলা করে চুনোমাছ

নদী তীরে নেই আজ মৎসশিকারী কোনো

আশায় আশায় বসে আছো তুমি 

অপেক্ষার সময় পেরিয়ে যায় রাতভর।

 

একদিন মধ্যদুপুরে শিকারী

তছনছ করেছিলো তোমার নাভি, নদীর শরীর

ছড়িয়ে ছিটকে পড়েছিলো মাছ 

সফরী-আঁশ দ্যুতিময় রোদের ঝালরে

তোমার যত্নে লালিত ঘর সংসার 

বন্যা বিধ্বস্ত বালুচরের মতো ভেঙেছে...

 

তুমি কি সহিষ্ণু এক উদাসী মৎসকন্যা 

বসে বসে ঝরে যাচ্ছো একলা নদীর কুলে

শিকারির বিষ তিরে বিক্ষত সেদিনের তুমি

আজও কি সেই নির্দয় শিকারির সন্ধানে?