সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

অসিকার রহমান-এর কবিতা

দর্পিত আগ্রাসনের পরে

মহাপাপে পৃথিবীর মাটি ক্লেদাক্ত 
হিংসা ও চপলতার দর্পিত আগ্রাসনে 
শূচিতা  লুপ্ত প্রায় 
চতুর্দিকে ঘটছে জেনোসাইড মরছে মানুষ 
পরিকল্পনার পাঠে সিদ্ধহস্ত হন্তারক 
মানুষ মারছে শান্তিকামী মানুষ। 
সাদা চামড়ার অগ্নি অহংকারে 
পুড়ে যাচ্ছে কালো চামড়ার মানুষ..... 

এবার সহ্যের পিঠ ঠেকছে দেয়ালে 
খোঁচা খাওয়া বাঘের মতো 
উঠে দাঁড়াবে যুথবদ্ধ মানুষ —
এখন জগত জুড়ে বেজে উঠুক পাঞ্চজন্য 
                           পৌণ্ড্র আর মণিপুষ্পক 
অনিবার্য শুরু মহা যুদ্ধ।

কলঙ্কময় ইতিহাসের শেষে 
ত্রিপাপ মুক্ত হবে ধূসরিত মানুষ। 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন