শীলা বিশ্বাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শীলা বিশ্বাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

শীলা বিশ্বাস-এর কবিতা

পাখি পড়া

এই থেমে যাওয়াআবার চলা… ঢাকনা খুলে কলসপত্রী … দু একটা প্রত্নহাড়দু একটা  ঘুম ভাঙা জীবাশ্ম আর একটা ঝাড়ন … লেগে থাকা আকরিক গলিয়ে নিচ্ছি … অসমাপ্ত পঙক্তিতে ঢেলে দিয়ে বলছি ‘কেমন জব্দ!’ যে ধরা দেবে না তাকে কথার ফাঁদে ফেলে না-সারা-অসুখের অভিশাপ গিলছি … তুমিও তো পাখি পড়া এনে দিলেশব্দ খুঁটে চঞ্চু হয়ে ওঠা ঠোঁটে

 

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

শীলা বিশ্বাস-এর কবিতা


প্লাবন

তেচোখা মাছের গায়ের ঝিলিমিলি

তাঁবু জলের ভেতরে

স্থাপনায় ছায়াপথ

নিশ্চিত আলোর ইশারা

 

উদ্বাস্তু ভাবনায় প্লাবন

যতি চিহ্নেরা যযৌ তস্থৌ

কবেকার বিন্দু হয়ে আসা প্রেম

মরা নদীতে জ্যোৎস্না মেখে

 

কুহকটুকু রেখে দেবে বলে

রাতে জাল তুলে রাখবে নুলিয়া