সুবর্ণা বর্মন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুবর্ণা বর্মন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১ নভেম্বর, ২০২১

সুবর্ণা বর্মন-এর কবিতা


ভাঙন

নদীর ভাঙনের শব্দ শুনতে পাও?
নীরবতার শব্দের তাড়নায়
দাহ করে ক্ষয়ের গতি।

পাড় ভাঙা মৃত্তিকার বুকে
জন্ম  নেয় হাজারো অশ্রুর সৈন
চাবুকের করাঘাতে দাহ‍্য  বাতি।

নদীর জলে ভানের ইতিহাস
একা বহন করেনা
চলমান নিয়মে ধার রাখেনা।

যে ভাঙন শিখিয়েছে শেষের 
শেষ থাকেক্ষয়ের ধারায়  অবরোধ করে
নিঃশ্বাসের জ্যোতি।

নিস্তব্দ পাথরের বুকে  কেবলই রার ধারা
ভাঙনের কান্নায় অস্তিত্বের বোবা চোখ
বাতাসের বেগে হারানোর  শোক।