হাবিবুর রহমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হাবিবুর রহমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

হাবিবুর রহমান-এর কবিতা


মা সিরিজের কবিতা 

অনন্ত যাত্রা 

আতরের ঘ্রাণ ছিটাবো
দেবো কয়েকটি সাদা ফুল 

একটি হাওয়া পাখি 
উড়বে বিকেলের আকাশে 
অজস্র জলকণা জমাট বাঁধবে 
এক সময় উপচে পড়বে পাঁজর ভেঙে 
বাঁধভাঙা ঢেউয়ের মতো 

তোমার ঠোঁটের শেষ কবিতাটি 
মৃত সরপুঁটির নিষ্পলক চোখের মতো চিরশান্ত হবে 

একঝাঁক তরুণ পাখি পাখিনী
দাঁড়িয়ে বসে নানাভাবে সেলফি তুলবে 
তখন একটি তৃষ্ণার্ত দাঁড়কাক আর আমি 
তোমার খুব কাছে এসে বসে পড়বো 
কয়েক ফোঁটা অশ্রু ছিটাবো বলে।


আজ আমার  কোনো দুঃখ নেই

আমাদের ছাদ বারন্দায় সোনা রোদ ছড়িয়ে পড়ে 
নির্মল সাদা কুয়াশা উড়ে গেলো 
উড়ে এসে বসে সব অভিমানী পাখিরা 

আমি ওদের শিউলির গন্ধ মাখানো কবিতা শোনাই
ওদের অভিমান ভাঙে

সমগ্র শূন্যস্থানে আজ

শিউলি 

পাখি 

 আমি 

আজ আমার কোনো
 দুঃখ নেই 

সমস্ত নীল আকাশ জুড়ে শুধু প্রেমের সংলাপ উচ্চারিত হচ্ছে।


মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

হাবিবুর রহমান-এর কবিতা

মা সিরিজের কবিতা 

মৃত্যু শোকের গান 

বরফশীতল বাতাসের মতোই ছুটে আসি
তোমার চোখের জল মোছাতে,

মৃত্যু শোকের গান 
 সেতারে গিটারে
পাঁজরে উতলে ওঠে 
চিরপ্রবাহী দুঃখের নদী,

 তোমার মুখের দিকে তাকাতে পারিনা 
 বর্ণহীন কবিতা গুলি ছিঁড়ে ছিঁড়ে 
উড়ে যায় অসীম মহাশূন্যতার দিকে

একটি দাঁড়কাক
তুমি এবং আমি 
 বসে থাকি চাতালে।

 

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

হাবিবুর রহমান-এর কবিতা

প্লট

গল্পের প্লট বদলে যায়
মানুষগুলো এক‌ই থাকে
ভালোবাসা আঁকা রুমাল
খসে পড়ে বুক পকেট থেকে।


সময় ডাকছে

বুক বেয়ে নেমে যাচ্ছে জলপ্রপাত
মানচিত্রের ভেতরে রক্তনদী 
মাথার ওপরে মিথ্যে আকাশটি
ভুলুন্ঠিত হবে একদিন 

সময় তোমাকে ডাকছে। 


আলো 

যে জোছনা জলে সাঁতার কাটো
নিভে যাবে আলো 
দরদালানে মুষড়ে ওঠে একটি পাখি 
বিঘ্নিত ঠোঁটের রসায়ন থেকে।