মা সিরিজের কবিতা
অনন্ত যাত্রা
আতরের ঘ্রাণ ছিটাবো
দেবো কয়েকটি সাদা ফুল
একটি হাওয়া পাখি
উড়বে বিকেলের আকাশে
অজস্র জলকণা জমাট বাঁধবে
এক সময় উপচে পড়বে পাঁজর ভেঙে
বাঁধভাঙা ঢেউয়ের মতো
তোমার ঠোঁটের শেষ কবিতাটি
মৃত সরপুঁটির নিষ্পলক চোখের মতো চিরশান্ত হবে
একঝাঁক তরুণ পাখি পাখিনী
দাঁড়িয়ে বসে নানাভাবে সেলফি তুলবে
তখন একটি তৃষ্ণার্ত দাঁড়কাক আর আমি
তোমার খুব কাছে এসে বসে পড়বো
কয়েক ফোঁটা অশ্রু ছিটাবো বলে।
আজ আমার কোনো দুঃখ নেই
আমাদের ছাদ বারন্দায় সোনা রোদ ছড়িয়ে পড়ে
নির্মল সাদা কুয়াশা উড়ে গেলো
উড়ে এসে বসে সব অভিমানী পাখিরা
আমি ওদের শিউলির গন্ধ মাখানো কবিতা শোনাই
ওদের অভিমান ভাঙে
সমগ্র শূন্যস্থানে আজ
শিউলি
পাখি
আমি
আজ আমার কোনো
দুঃখ নেই
সমস্ত নীল আকাশ জুড়ে শুধু প্রেমের সংলাপ উচ্চারিত হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন