সন্দীপ বিশ্বাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সন্দীপ বিশ্বাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১ অক্টোবর, ২০২২

সন্দীপ বিশ্বাস-এর কবিতা

পীতাম্বরবসী একটি গ্রাম


১. পথের কারণে পথ। পথে পথে পথ

পথের পথ - পথের কুলায় : পথের ফানুস

২. আলোর নিবিড়ে আলো। সংজ্ঞার ভেদ

বিভক্তি কারক সমাস আর মুখের আবছা - নিবিড়

৩. ভেঙে যায় পড়ে যায় দুমড়ায় নিংড়ায়

ফিরতি যাত্রায় তাদের কীর্তি। মানবতা: তাঁহাদের চরণ চিহ্ন

৪. অলীক সন্ধ্যায় ঘরে ফিরি। ঘরের বাইরে খোলা বারান্দা

ঘরের বাইরে খোলা বারান্দা। বাইরে খোলা বারান্দা

৫. তালঝোরা একটি গ্রামের নাম

তালঝোরা একটি গ্রামের নাম

তালঝোরা একটি গ্রামের নাম

আমি বাইরে-বাইরে
বাইরে বাতাসের সীমা পেরিয়ে
বাইরে বাতাসের সীমা পেরিয়ে। আর ফুলের গন্ধ

আর কিসের আসন্ন
কিসের চাপ। বাড়ছে কেবল বাড়ছে
শূন্য অতিমান
পীতাভ : কোনো মূক আর্তনাদ

তালঝোরা একটি গ্রামের নাম

স্পষ্টাস্পষ্টি দৃষ্ট আমার পায়ের আঙুল।
আঙুল। নিসপিস করে আর ওঠে
আর বসে

তালঝোরা ব্যক্তিবিশেষ 

তালঝোরা, মনের মনোয়ন

তালঝোরা কায়মনোবাক্য

তালঝোরা একটি গ্রাম

৬. স্যার রোলকল করছেন: পীতাম্বরবসী –––

ইয়েস স্যার –––

কে প্রক্সি দিলে –––

আমি –––

দাঁড়িয়ে থাকো –––
 

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

সন্দীপ বিশ্বাস-এর কবিতা

গল্পের পৃষ্ঠা

গল্পগুলো পৃষ্ঠা খোঁজে

কোন পৃষ্ঠায় তাদের গা

 

এই কারাগারটি আমারই দেহের হাড় দিয়ে তৈরি। দাবি আমার, এই কারাগারটি

অতএব, আমারই ব্যক্তিগত। এই কারাগারে শুয়ে থাকে

আমার মৃতদেহ এবং ওখানে মৃতের কারাবাস

বসবাসের অভিজ্ঞতা ছাড়া আর কিছু নেই। তবু যা

কিছু স্টেটমেন্ট তা সবই উঠে আসছে জীবনব্যাপী সঞ্চয় থেকে।

ধরা যায়, এখানে যা কিছু হচ্ছে তার কারিগরি

সবই জীবনের। মৃতকে ব্যপন করে জীবন। তাকে

ধরাচুলো পড়িয়ে রাখে জীবনের সারি -

 

একটি মৃত মানে এক সজীব - শ্যামল শস্য খেত।


 

সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

সন্দীপ বিশ্বাস

 


উদ্বৃত্ত

 

কেউ কী তোমাকে সন্তর্পণ করে?

নিভৃত আচারে ধোয় পরিশুদ্ধ - শরীর মুছে দেয়

তবে যাও, কেনো যাও ----

ক্ষণে, কুক্ষণে;

ওই শিরাতে আগুন - আবহমান, বহমান

বৃষ্টি - ধারায় কথা কয়ে আসো

বৃষ্টি ধারায় উদ্বৃত্ত থাকো।

 

কেউ তোমাকে একান্তে রাখেনি।