পীতাম্বরবসী একটি গ্রাম
১. পথের কারণে পথ। পথে পথে পথ
পথের পথ - পথের কুলায় : পথের ফানুস
২. আলোর নিবিড়ে আলো। সংজ্ঞার ভেদ
বিভক্তি কারক সমাস আর মুখের আবছা - নিবিড়
৩. ভেঙে যায় পড়ে যায় দুমড়ায় নিংড়ায়
ফিরতি যাত্রায় তাদের কীর্তি। মানবতা: তাঁহাদের চরণ চিহ্ন
৪. অলীক সন্ধ্যায় ঘরে ফিরি। ঘরের বাইরে খোলা বারান্দা
ঘরের বাইরে খোলা বারান্দা। বাইরে খোলা বারান্দা
৫. তালঝোরা একটি গ্রামের নাম
তালঝোরা একটি গ্রামের নাম
তালঝোরা একটি গ্রামের নাম
আমি বাইরে-বাইরে
বাইরে বাতাসের সীমা পেরিয়ে
বাইরে বাতাসের সীমা পেরিয়ে। আর ফুলের গন্ধ
আর কিসের আসন্ন
কিসের চাপ। বাড়ছে কেবল বাড়ছে
শূন্য অতিমান
পীতাভ : কোনো মূক আর্তনাদ
তালঝোরা একটি গ্রামের নাম
স্পষ্টাস্পষ্টি দৃষ্ট আমার পায়ের আঙুল।
আঙুল। নিসপিস করে আর ওঠে
আর বসে
তালঝোরা ব্যক্তিবিশেষ
তালঝোরা, মনের মনোয়ন
তালঝোরা কায়মনোবাক্য
তালঝোরা একটি গ্রাম
৬. স্যার রোলকল করছেন: পীতাম্বরবসী –––
ইয়েস স্যার –––
কে প্রক্সি দিলে –––
আমি –––
দাঁড়িয়ে থাকো –––
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন