শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
আবদুস সালাম-এর কবিতা
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
আবদুস সালাম-এর কবিতা
মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
আবদুস সালাম-এর কবিতা
রবিবার, ১৭ মার্চ, ২০২৪
আবদুস সালাম-এর কবিতা
বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
আবদুস সালাম-এর কবিতা
রবিবার, ১ মে, ২০২২
আবদুস সালাম-এর কবিতা
পরকীয়া নৌকা
রান্নার বালতিতে গড়াগড়ি খায় সভ্যতার চাঁদ
তৃষ্ঞার গান গাইছে নিষিদ্ধ দুপুর
পিতৃপরিচয়হীন প্রজন্ম বাজায় শাঁখ
নদীর ধারে আলেয়ারা দেখায় আলো
ভ্রান্তির পেয়ালা নিয়ে বসে আছি শুধু
নষ্ট পরাজয় হাততালি দেয় মানবতার দুয়ারে
পরকীয়া নৌকা পাল তোলে অনন্তকালের পথে
আমরা মুখোশীয় উল্লাসে মেতে উঠেছি
সময়ের চশমায় লাগানো রঙিন কাঁচ
শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
আবদুস সালাম-এর কবিতা
অনুভূতির দরজায় মৃত্যু এসে দাঁড়ায়
অসহ্য বিশ্বাসে পাড়া হুলুস্থুল
ভ্রান্ত আসকারায় মেতে ওঠে মনিষীদের ছদ্মধাম
সারা দিন যুদ্ধ যুদ্ধ মহড়া
যন্ত্রণার সুপ খেয়ে বেঁচে আছি
অন্ধকারের বাজনা বাজছে তারস্বরে
পৃথিবীর লজ্জা ঢেকে দিচ্ছে বেনামী মৃত্যু
দিনের আলোয় লিখে রাখছে সব হাহাকার
প্রাচীন সাম্রাজ্য ঘিরে মৃত্যুরা মিছিলে মত্ত
ফাঁকা ঘরে বাজে শূন্যের স্বর
বিকেলের ধান ক্ষেতে পড়ে আছে পরাজয়
মৃত্যুর পাগলামীতে পুষ্ট হয় সংখ্যা গরিষ্ঠ সভ্যতা
শনিবার, ১ জানুয়ারী, ২০২২
আবদুস সালাম-এর কবিতা
অন্য কথা
আহ্বান করি বিবেক কে
খুব ঘুম হলো এবার জাগো
ভাঙাচোরা সম্পর্কগুলো
মেরামত করে নাও
বড্ড একা হয়ে পড়ছি দিন দিন
মৃত বিবেকের ঘরে আমাদের ঘর
উৎসবের নির্বীজ অন্ধকার প্রবাহিত হয় ক্ষয়াটে সময়ের হাত ধরে
প্রয়োজন আছে বলে গলা ফাটায়
খাঁয় খাঁয়
সব তৃষ্ণার্ত
বালিয়াড়ি
দেশ জুড়ে প্রতারকের সংসার
একটা নতুন দিনের চিকচিক আশা
নতুন বাঁশি নতুন সুরে বাজলেও
বিশ্বাস উড়ে যায় মেঘ হয়ে
দলেদলে চাতকেরা তৃষ্ণার্ত ঠোঁটে তাকিয়ে আছে
এক্ষুনি বর্ষা নামবে দেখে নিও
বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
আবদুস সালাম-এর কবিতা
বিষাদ ঝরে পড়ে
হাহাকার বুনি বিশ্বাসের মাটিতে
অচেনা গ্রামের সীমানা জেগে ওঠে
ঈশ্বর
পান করে ধর্মের নিকোটিন
মেঘ ডেকে যায় মানবিক মাঠে
মানুষ মানুষ নিয়ে খেলা করে
রক্তাক্ত হয় পার্থিব উঠোন
প্রশ্ন ছুঁড়ে দিই আকাশে
হাওয়ায় উড়ছে তলোয়ারের নিশান
অন্ধকারে খুলে যায় পোশাক
শুনি উল্টো ধারাপাতের গল্প
উল্লাসের বাঁশি বেজে উঠলে
বিষাদ ঝরে পড়ে মনুষ্য বাগানে
শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
আবদুস সালাম-এর কবিতা
সর্বনাম
দেহের অব্যক্ত ভাষায় লিখে দিলাম যন্ত্রণা
ছায়াহীন নিজস্বতা খুঁজি সীমানার ওপারে
লজ্জাহীন উঠোনে এঁকে দিলাম সঙ্গমের কোলাহল
মৃত বিবেক নিয়ে ঝুমঝুমি বাজায় মানবিক সর্বনাম
অন্ধকার পথে আবেগ হাতড়ায় পথ
অসহায় চুমু খায় মানবিক আহ্লাদে
হাহাকার বাঁশি বাজালে পুড়ে যায় ভালোবাসার ঘর
সময়ের নদীতে ভেসে যায় সর্বনাম
প্রত্নযুগের চূড়ায় খেলা করে মায়াদৃশ্য
কান্না পোড়া ছাই নিয়ে তিলক আঁকি
রবিবার, ১ আগস্ট, ২০২১
আবদুস সালাম-এর কবিতা
প্রিয় কবি নাসের হোসেন
আমরা চিনি পোস্ট মর্টেম কবিতা
তাই আমরা চিনি নাসের হোসেন
না দেখা পৃথিবীর সাথে দেখা পৃথিবীর মেলবন্ধনে বদ্ধপরিকর
মহাসমুদ্রে
ডুবে আছে মুক্তা মানিক
ভালো বাসার রং বদলাতে বদলাতে জীবনের গানে শঙ্খ বাজে
কবিতার আঙিনায় তোমার যতো উৎসব কথা
অন্দরমহলে নিস্তরঙ্গ জলের আবহমান প্রেমিক
সব মহিমা উপলব্ধির আত্মোপলব্ধি পর্যন্ত খুঁজে পায় তোমার স্পস্ট উচ্চারণ
একটা ভোরের অপেক্ষায় কেটেছে তোমার বিনিদ্র চোখ
উদাস চাহনিতে বসে আছে প্রেমিক হৃদয়
একটা ফুলেল স্বপ্নের বাগানে তুমি নেই
চলে গেছ জান্নাতের বাগানে কবিতার ডালি নিয়ে
আর জান্নাতের জলসায় তোমার কবিতা পাঠ করছে ফেরেস্তারা
তোমার সেই দুটি চোখ আছে কোথায় কে বলে দেবে?
হয়তো প্রেমিক দৃষ্টি নিয়ে তাদের দেখছো
ইহ জগতের ওপারে তোমার বাস
অমোঘ বাস্তব
,একে ছিঁড়ে ফেলা তো যাবেনা
মিথ্যে কূটকাচালীতে
মগ্ন ভালোবাসা সব মিথ্যে হয়ে যায়
অম্লান ভালোবাসা রেখে গেলে সমুদ্র তীরে
লবনের ঘ্রাণে
উজ্জীবিত হবে প্রতিটি উচ্চারণ
অমোঘ ভালোবাসা তোমার সৃষ্টি কথায় উজ্জ্বল
ঢেউয়ের প্লাবণে সৃষ্টি সকল বুদ বুদ হয়ে ভেসে বেড়াবে
আর তাদের সাথে আমরা কোলাকুলি করে নিবো
####১৫/১২/২০২০