শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

আবদুস সালাম-এর কবিতা


 সর্বনাম

দেহের অব্যক্ত ভাষায় লিখে দিলাম যন্ত্রণা

ছায়াহীন  নিজস্বতা খুঁজি সীমানার ওপারে

লজ্জাহীন উঠোনে এঁকে দিলাম  সঙ্গমের কোলাহল

মৃত বিবেক নিয়ে ঝুমঝুমি বাজায় মানবিক সর্বনাম

 

অন্ধকার পথে আবেগ হাতড়ায় পথ

অসহায় চুমু খায় মানবিক আহ্লাদে

হাহাকার  বাঁশি বাজালে পুড়ে যায় ভালোবাসার ঘর

 

 সময়ের নদীতে ভেসে যায় সর্বনাম 

প্রত্নযুগের চূড়ায় খেলা করে মায়াদৃশ্য 

কান্না পোড়া ছাই নিয়ে তিলক আঁকি

1 টি মন্তব্য: