অন্তিম পর্বে এসে
এই বেলাশেষ
সব আপশোস নিয়ে দাঁড়িয়েছে গাছ।
নিজস্ব ছায়ার চিহ্নে আকুলিবিকুলি করে স্মৃতি
উঠোনময় পড়ে থাকা ধান, আল পথে উড়ন্ত
ফড়িং সেও তো গমনের ক্লান্তিতে শ্লথ;
মেলাফেরত মানুষজন, ঝুমঝুমি বাজনা
পৌষ সংক্রান্তির শেষ হয়ে আসা বেলা
আপন মগ্নততায় খোঁজে পুণ্যের হদিশ;
তোমারও তো পাপপুণ্য আছে, খেলাঘর
মিথ্যে সাজানো সংসার, খসেপড়া পাতা
তির তির গোপন মনখারাপ, না-মানার
সবটুকু রাত্রি জল তোমাকে কাঁদায়;
যে হাত ছেড়েছে আগে তার স্পর্শটুকু
লেগে আছে শুধু; বিস্তৃত অরণ্য থেকে
মুঠোভর্তি সবুজ যার মুখ এঁকে রাখে
তাকেও তো স্মৃতি মনে করে হেঁটে যেতে পারো;
বালক হারায় কিছু, জীবন তো অনেক
স্বপ্নের ঘড়িঘর, চাঁদের বাড়ি
নাগাল রহিত হয়ে মানুষটাই উবে যায় শেষে;
অন্তিম পর্বে এসে নাটক তবু জমে ওঠে খুব।
আন্তরিক ধন্যবাদ আর অভিনন্দন জানাই 🙏
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। সুন্দর সংখ্যা হয়েছে। অভিনন্দন।🙏
উত্তরমুছুন