প্রত্যূষা সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রত্যূষা সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৭ মার্চ, ২০২৪

প্রত্যূষা সরকার-এর কবিতা

জখম

এতগুলো স্বীকারোক্তি লেখার পর তুমি আজও আমার নামের বানান ভুল করো। এতগুলো ক্লাস পেরোনোর পরেও তুমি কংক্রিট আর মাঠের পার্থক্য করতে পারো না। আমি ক্যালকুলেটর এগিয়ে দিই। স্টেথোস্কোপের ভিতর গড়াগড়ি খায় স্নায়ু-ব্যথা। তুমি তাকে শুনতে পাবে, ছুঁতে পারবে না

এভাবেই হাওয়া আর জখম সমান্তরাল। তুমি ফ্লাইওভারের নিচটা দেখোনি। আমি মানুষ দেখেছি, আর তুমি পাখির মতো চিনে ফেলেছো হাওয়া...

 

বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

প্রত্যূষা সরকার-এর কবিতা

অর্ধনির্মিত

হাত ছিঁড়ে আসছে
অসাড় সংসার।
সমস্ত উদাসীন শৌখিন অনুপ্রাস 
কিংবা চ্যাটচ্যাটে ঠাকুরদালান
পর্দা সরিয়ে ফেলছে দ্রুত

নৈঃসঙ্গ প্রতিটি মানুষের ধারণার বাইরে,
প্রত্যেকেরই নিজেকে "একা" বলে দাবি করার 
আচরণগত মধ্যবিত্ত উপমা মাত্র 

আলমারির অধিকাংশ কোণে জমাট বাঁধা বশীকরণ মন্ত্র
এখনও একটা লিঙ্গকে দুগ্ধপোষ্য "মেয়েছেলে" বানিয়ে রেখেছে!

পায়ের তলা থেকে মাটি সরিয়ে নেওয়ার পর
যে পুরুষ এখনও নিজেকে মানুষ বলেন
তার জন্য বড় আফশোষ হয়!

 

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

প্রত্যূষা সরকার-এর কবিতা


আজকাল সহবত শিখছি 

আলোর ভেতর সজাগ যন্ত্রণা, উপশমের অর্থ খুঁজতে গেলে তোমাকে হারানোর দিন এগিয়ে আসে। তুমি রক্ষাকবচের ধার ঘেঁষে  আদর সেতু... আমি নির্মাণ ভাঙার গতি। এভাবেই শান্ত সমুদ্র নিকৃষ্ট আকাশ উপহার দেয়। এভাবেই ধোঁয়া ওঠে ভালোবাসায়। আলসেমি লেগে থাকে বাসনে, বারান্দায় অথবা শোকেসে আটকে থাকা নতুন জোড়া কাপে।

ভোরবেলা আরও বেশি করে ঘুম আসে। চোখ থেকে গলে পড়ে পুর্নজন্ম... যা কিছু হবার ছিল না, সমস্তটাই পাওনা ছিল। নতুন গল্পে ঘুন ধরে না, স্বপ্ন আসে, অবিকল নিজের মতো জেদি।