এতগুলো স্বীকারোক্তি লেখার পর তুমি আজও আমার নামের বানান ভুল করো। এতগুলো ক্লাস পেরোনোর পরেও তুমি কংক্রিট আর মাঠের পার্থক্য করতে পারো না। আমি ক্যালকুলেটর এগিয়ে দিই। স্টেথোস্কোপের ভিতর গড়াগড়ি খায় স্নায়ু-ব্যথা। তুমি তাকে শুনতে পাবে, ছুঁতে পারবে না
এভাবেই হাওয়া আর জখম সমান্তরাল। তুমি ফ্লাইওভারের নিচটা দেখোনি। আমি মানুষ দেখেছি, আর তুমি পাখির মতো চিনে ফেলেছো হাওয়া...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন