শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
বিপ্লব চক্রবর্তী-র কবিতা
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
বিপ্লব চক্রবর্তী-র কবিতা
মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
বিপ্লব চক্রবর্তী-র কবিতা
রবিবার, ১৭ মার্চ, ২০২৪
বিপ্লব চক্রবর্তী-র কবিতা
রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
বিপ্লব চক্রবর্তী-র কবিতা
শনিবার, ১ অক্টোবর, ২০২২
বিপ্লব চক্রবর্তী-র ঝুরোগল্প
শনিবার, ১ জানুয়ারী, ২০২২
বিপ্লব চক্রবর্তী-র কবিতা
ভালোবাসি---
সারারাত সিঁড়িপথে বসে
শিশিরপতন শুনি
একফোঁটা যে ছন্দ অন্যফোঁটা
ভিন্নবাণী-----
পাতার স্তনাগ্র থেকে
টুপটুপ খসে পড়ে জল
আমি কামুকতা নিয়ে চেয়ে থাকি
ভালোবাসি---
সারারাত সিঁড়িপথে বসে থাকি।
বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
বিপ্লব চক্রবর্তী-র কবিতা
রুবানার মনখারাপ
যশোর থেকে রুবানা লিখেছে ম্যাসেঞ্জারে,
পলাশে এবারও নাকি কোনও কুঁড়ি
ধরেনি,গাছটা বেঁচে আছে কোনক্রমে।
রাস্তার জন্য ওদের কৃষ্ণচূড়া গাছটাও
কয়েকবছর আগেই কাটা পড়েছে।
শিমুলের বনতলিতে রিসর্ট,সেখানে প্রেম
বিকিকিনির উল্লাসি খানাপিনার মহরম।
লিখেছে ,সালাউদ্দিন-জব্বার-বরকত
রফিকুদ্দিনের কবরে এবারো নিজের বাগিচার
ফুল দিতে পারবে না,-- এ রকমের কয়েকটি
অভিমান।লিখেছে, বাংলা বর্ণমালায় এখন
কয়েদি পোশাক। পদ্মার এপার ওপারে লুটেরা
বাতাস ফেলে দিতে চাইছে বাংলা হরফ!আমরা
রবীন্দ্রনাথ,নজরুল,জীবনানন্দ,জসীমউদ্দিন,
আর শামসুর রহমানকে দিয়ে আত্মরক্ষার
প্রাচীর গড়েছি সব ষড়যন্ত্র ভেঙে দেবার জন্য।
সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
বিপ্লব চক্রবর্তী
সতর্ক অভিযোজন
খুব সাবধানে আছি নিশ্বাসে বারুদ নিয়ে
তোমার আমার দূরত্বের মাঝ বরাবর
লেগে আছে সন্দেহ। কেউই বিশ্বাসী নই
তীক্ষ্ণ কাঁটা লেপটে আছে দোলের রঙেতে
সৃজন ভূমিতেও কথারা বাগান সাজায়
যারা আছে জন্মরোগী নিজেরাই দোসর
উল্লাস রব তুলে সচকিত করে যায়
নিজেদের গভীরতাহীন শৈশব কথন।
কালো বেড়ালের মতো অন্ধকার এগিয়ে
ধরেছে আমাদের চেনা ও চেনানোর ভাষা
ঘাতকের সব আয়োজন শেষ হয়ে গেলে
আমাদের প্রতিটি হৃদয়ে তৈরি হবে শোক
যারা প্রিয় নারীর কাছেই পৌঁছাতে পারেনি
এখনও তাদের জন্যই এইসব ধাঁধা।