বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

বিপ্লব চক্রবর্তী-র কবিতা


রুবানার মনখারাপ

 

যশোর থেকে রুবানা লিখেছে ম্যাসেঞ্জারে,

পলাশে এবারও নাকি কোনও কুঁড়ি

ধরেনি,গাছটা বেঁচে আছে কোনক্রমে।

রাস্তার জন্য ওদের কৃষ্ণচূড়া গাছটাও

কয়েকবছর আগেই কাটা পড়েছে।

শিমুলের বনতলিতে রিসর্ট,সেখানে প্রেম

বিকিকিনির উল্লাসি খানাপিনার মহরম।

লিখেছে ,সালাউদ্দিন-জব্বার-বরকত

রফিকুদ্দিনের কবরে এবারো নিজের বাগিচার

ফুল দিতে পারবে না,-- রকমের কয়েকটি

অভিমান।লিখেছে, বাংলা বর্ণমালায় এখন

কয়েদি পোশাক। পদ্মার এপার ওপারে লুটেরা

বাতাস ফেলে দিতে চাইছে বাংলা হরফ!আমরা

রবীন্দ্রনাথ,নজরুল,জীবনানন্দ,জসীমউদ্দিন,

আর শামসুর রহমানকে দিয়ে আত্মরক্ষার

প্রাচীর গড়েছি সব ষড়যন্ত্র ভেঙে দেবার জন্য।

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন