আবর্তন
ঘুমের মধ্যেও জেগে থাকে নক্ষত্র। পাখি উড়ে চলে আকাশের দিকে। কিছুক্ষণপরেই বাতাসে ছড়ায় পোড়া মাংসের গন্ধ। খোলা আকাশের নীচে দাঁড়ালে মাথায়, গায়ে পড়ে গরম ছাই, ধুলো। এই অবস্থায় যদি ঘুম ভেঙে যায়? কী হবে? চুপি চুপি স্নান সেরে নিলেই হল।
দিনান্তে আবার রক্তবীজ থেকে পাখি জন্মায়। পাখি বড় হয়। তার পর ডানা পোক্ত হলেই নক্ষত্রের দিকে উড়ে যায়। আবার মাংসের গন্ধ। আবার গরম ছাই। সকাল হলেই স্নান সেরে আবার ছাপোষা জীবন।
বলতে পারো, কী নাম পাখিটার? দু' একজন বলে, তার নাম ফিনিক্স। ছাইভস্ম থেকে বারবার জন্মায়।
ফিসফিস করে আমার কাঁধের পাশ থেকে শুধু একজন বলল, তার নাম প্রেম। আর নক্ষত্র হল দূর আকাশের গন্তব্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন