বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

নীলাদ্রি দেব-এর কবিতা


 দৃষ্টিপ্রকল্প

আলো থেকে দূরে চোখ সয়ে নিতে যতটা সময়

এরপর মায়ার আঁচল বিছিয়ে রেখেছে মেঘ

জড়িয়ে গিয়েও জড়িয়ে যায় না অক্ষর, আলো

এসব ঘোর ছাড়া আর কী!

ওম নিয়ে রাখি, আশ্রয়...

যাতায়াত গাঢ় হলে নির্মেদ প্রতিফলন উঠে আসে

                                   সহজাত দৃষ্টি প্রকল্পে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন