বহিরাগত
আমি যা জানি সব ঠিক
তুমি যা জান, ভুলের অধিক।
আমার কথা শুনে চল
আমি যা বলছি তাই তুমি বল।
পাবে সবকিছু সুখ
আমি যে সুখেরই মুখ!
আমি আছি তাই তুমি আছ
আমার ইচ্ছেই ইচ্ছে-মতো বাঁচো!
এসব শুনি না বলে যুগযুগান্তর
‘কাফের' রয়েছি,
তবু ভাগ্য আজ-
‘বহিরাগত' তকমা পেয়েছি।
বাহ দারুন,গল্পকারের হাতে কবিতা,অনুভূতিতে অপরিতৃপ্ততা থেকেই যায়, গল্পকারের হাতের আর কবিতা চাই। পাঠক উন্মুখ।
উত্তরমুছুন