সাম্য ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাম্য ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

সাম্য ভট্টাচার্য-র অনুবাদ কবিতা

আতোঁনা আর্তো


রাস্তা


কুৎসিত মুখের সামনে 

জেগে ওঠে যৌন রাস্তা।

অপরাধের কলরবে ভরা ক্যাফে

উপড়ে ফেলে অ্যাভিনিউ।


যৌনাঙ্গের হাত, —

পুড়ে যায় পকেট।

ক্ষুধার জ্বালা,

বিক্ষুব্ধ পেট।

চিন্তা এলোমেলো 

রাস্তার গর্তের থেকে ক্ষুদ্র 

                             মাথাগুলো।




ধ্বনির শার্সিকাচ


ধ্বনির শার্সির কাচে নক্ষত্রদের ঘূর্ণন, —

সেই কাচে মগজ-রন্ধন,

লজ্জাশূন্য আকাশ

খুঁজে পেল নক্ষত্রদের নগ্নতা 

                      ভক্ষণের অবকাশ। 

 

বিচিত্র ক্রোধোন্মত্ত দুগ্ধ 

মহাকাশের অভ্যন্তরে;

একটা শামুক শূন্যে বেয়ে উঠে 

মেঘেদের স্থির, অটল শান্তি নষ্ট করে।


হর্ষে, ক্রোধে ভরা আকাশ

বর্ষণ করছে পৃথিবীতে 

বন্য ডানার ঘূর্ণাবর্ত

অশ্লীলতার ক্ষরস্রোতায় মেঘের মতো।



[আতোঁনা আর্তো ১৮৯৬ সালের ৪ই অক্টোবর ফ্রান্সের মার্সেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে কবি,অভিনেতা, নাট্যপরিচালক।তাঁর লেখক জীবন শুরু হয় ১৯২৩ সালে।তিনি স্যুরিয়ালিস্ট আন্দোলনের একজন প্রধান সৈনিক ছিলেন। তিনি তাঁর লেখালেখির মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন স্বপ্নজগৎ অবচেতনের প্রকাশ ভঙ্গিমাকে।] 

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

সাম্য ভট্টাচার্য-র কবিতা

এই রাত জানে


মৃত্যু আঁকছি,স্পর্শ করো, ---

সাগরের বুকে ভাঙা ক্যানভাস।


স্বপ্নের কড়িকাঠ ভেঙে দিয়ে

কামনা – আকাশ গেয়ে ওঠে


মৃত্যু আঁকছিস্পর্শ করো।


দূরত্ব যত বেড়েছে

প্রলাপ অস্ত্র হয়েছে আমার।


কৈশোর-সাগরে

স্নান করে তার গান এখনো


মৃত্যু আঁকছিস্পর্শ করো।

 

বৃষ্টির চিহ্নগুলো


স্তব্ধতাধ্বনি বেজে ওঠার পর

কথাপথে তুমি।

ভাবনাসাগরে তথ্য আর

বিজ্ঞাপনের জাহাজে

বসে আছো মৃত জামাই হয়ে

দাঁড় বেয়ে চলা বিধাতার।

জন্মআঁতুরে মেঘ।পোয়াতি চোখে

জন্মালো ব্যাধি হয়ে শুশ্রুষা – আলো।


চিহ্নে জেগেছে সৌদামিনী

মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

সাম্য ভট্টাচার্য-এর কবিতা

চোখের ইতিহাস 


চাকা রাস্তার কর্তৃত্ব অস্বীকার করে খুঁজেছে 

                                                অপর সড়ক। 


যুদ্ধবিমানের বার্তা পেয়ে তুমি চোখ থেকে খুলে   

                                   রাখলে অতীত-উপাক্ষ?


স্বর্গের খন্দক থেকে বের হয়ে রুদ্ধ দেবতাদের 

                                           শ্বাসযন্ত্রের ক্রিয়া

 

বিদ্যামন্দিরে প্রার্থনা শুরু 


ফ্যাকাশে অতীত এই দৃষ্টিহীনের পান্ডুলিপির 

                                  পরিমার্জনায় আত্মনিবিষ্ট।


অক্ষিকাচে অনগম্য অথচ আস্তৃত সজীবনী মন্ত্র?



বৃক্ষকাহিনি


আরোগ্য লাভের পরেও

                    বৃক্ষের শাখাপ্রশাখা 

                                   আরোগ্যের সাথী।

 নাস্তিকের পোশাকে পথ হাঁটেন ইশ্বর।

 তাঁর আর্তনাদে কাঁপন রাত্রির প্রতিটি পাতায়,অক্ষরে।

 স্বর্গীয় কামনা জড়ায় আঙুলে


 দরজা খোলা

 আলো জ্বালালো হিমি,--

 তার ঊরুসন্ধি দেখে মন্দির সরে যায়,

                                             ভেঙে পড়ে গাছ

 

রবিবার, ১৭ মার্চ, ২০২৪

সাম্য ভট্টাচার্য-এর কবিতা

তারাদের বিভালিপি 

সত্তা-ধাতু ভেদ করে ছিন্নপাতার অঙ্গবিলাস।
       কায়ার ভিতরে পৃথিবীর সৃষ্টি, স্থিতি ও বিলয়...
       দেহতটে  জল, মাটি,আলো,বাতাসের প্রবহণে
       আমি অটবি ও শ্বাপদের চোখ,       
                                            তারাদের বিভালিপি...

 

রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

সাম্য ভট্টাচার্য-এর কবিতা

বর্ণনা-বিদ্বেষ


গহ্বরের ভিতর অন্তহীন আকাশ

বাড়িঘরের সীমানায় মেঘেদের ভিড়

রক্তনীলের পাশে লুকিয়েছিল পাখি,

                   আমার অসম্পূর্ণ দেহ।

অভিশাপের শব্দে ভাঙে তটভূমি 

ক্ষেপণাস্ত্রের আশ্চর্য আক্ষেপ। 

পটচিত্র-ত্বক ছিড়ে ফেলে

রক্তধারায় ঢাকা  বর্ণনা-বিদ্বেষ


 

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

সাম্য ভট্টাচার্য-এর কবিতা

অভ্যন্তরের ষড়যন্ত্র

ক্ষত আয়নাতে মুখ তুলে তাকিয়েছ।
            অভ্যন্তরের এই ষড়যন্ত্রের কথা তুমি 
                                  আগে থেকে জানতে?
   
           জানলা ভেঙে দিয়েছিল দূরত্বের গান

           ভাঙা-মন
                     তরীর ছলে তীরে ভিজে চলে...
 

শুক্রবার, ২ জুন, ২০২৩

সাম্য ভট্টাচার্য-এর কবিতা

ভোর

সকালের রোদ্দুরের ধুলো আর হাওয়া এলো

                    চোখের পাতায়।

পাখিদের অংক খাতা বন্ধ।

শরীর-আকাশে আলো জ্বলেছিল

            বিগত রাত্রির অন্ধ চোখে।

                

আজ মনের ঘরের কোণে পড়ে আছে

তোমার কম্পন আর

          প্রভাবিত মুখোশের মৃত ইতিহাস।

 

রবিবার, ১৯ মার্চ, ২০২৩

সাম্য ভট্টাচার্য-এর কবিতা


পথে

ভাঙা স্তব্ধতার মন্ত্র পাঠ করতে করতে      

সন্ধ্যাদেবতার পুঁথি লিখছে

               আলোর মৃত্যুর কথা    

অন্ধকারে পথে নিভে আসা জীবনের বাতিগুলো

 

শব্দের মিছিলে তুমি আমার দু চোখ,

                    অন্ধত্বের প্রতিবাদ… 

বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

সাম্য ভট্টাচার্য-এর কবিতা

সার্বভৌমত্ব


ধূমপান আমি করি না                      

অনিদ্রা-শতাব্দীতে                       

তোমার রাত্রিমুখে অবিরাম                

আমার সিগারেট-ফুঁকে                          

ধোঁয়া উপভোগের কর্তৃত্ব-লালসা                  

হয়তো সারাজীবন আমাকে                        

পৌঁছে দিতে পারবে না                       

চির কাঙ্ক্ষিত পুলকের এবং

পতনের লক্ষ্যে

 

মুনাফাহীন এই বিনিময়ের      

               উপযোগিতা কতটা