রবিবার, ১৯ মার্চ, ২০২৩

সাম্য ভট্টাচার্য-এর কবিতা


পথে

ভাঙা স্তব্ধতার মন্ত্র পাঠ করতে করতে      

সন্ধ্যাদেবতার পুঁথি লিখছে

               আলোর মৃত্যুর কথা    

অন্ধকারে পথে নিভে আসা জীবনের বাতিগুলো

 

শব্দের মিছিলে তুমি আমার দু চোখ,

                    অন্ধত্বের প্রতিবাদ… 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন