এই বেশ ছুঁয়ে থাকা রোদের আঁচল টেনে
বায়ুভুক আমি, চুপচাপ বসে থাকি নদীর
কিনার ঘেঁষে দিকচক্রবালে উড়ে যায় পাখি।
বনবীথি কেঁপে ওঠে শীতল হাওয়ার লুটোপুটি
ভ্রমর গুঞ্জিত পথে ছড়ায় পরাগের রেণু, উদাসী
বাউল একতারায় ধরে তান, রোদের আঁচল
ছুঁয়ে এইসব দেখি বসন্ত আসতে তখনও কিছুটা
থাকে বাকি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন