রবিবার, ১৯ মার্চ, ২০২৩

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা

রঙের গল্প 

বেগুনি আলাপর কথা মনে পড়ে 
হলুদ বসন্তে নীল আশ্বাস 
তবু সবুজ হয়ে উঠছে মাঠ, আগুনরাঙা সূর্য 

কালো বিশ্বাস এখন আমায় মাল্টিকালার স্কেচ
সাদা টিশার্ট পরিয়ে রাখে 
হুইস্কি রঙের বিকেল এখনও রক্তিম স্বপ্ন দেখায় আমাকে...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন