শীত এসে গেলো
জড়ো করে নিচ্ছি সমস্ত শোক, দুঃখ, পরাজয়-লিপি
আগুন জ্বালাবো
সেঁকে নেবো হাত, হাতের রেখা...
darun sir
darun sir
উত্তরমুছুন