রোদের রঙ রঙিন
হেমন্তের শেষে ক্রমশ রঙিন হয় রোদ,মাঠের রোদের বিচ্ছুরণে উত্তরে বাতাস তোমার কথা বলে ফিসফিস করে ঝাউবনে।।
প্রেম এসে বসে ময়দানের ঘাসে,ভালোবাসারা নক্ষত্রের মতো ফুলের জলসা বসায়,কমলা খোসা ছাড়াতে ছাড়াতে তোমাকে চলে যেতে দেখি প্রহরের রোদ,ঘন কুয়াশায় গভীর প্রেমের উষ্ণতা আনো খড়কুটোয় জ্বলে ওঠা আলিঙ্গন।।তোমার আমার শরীর মনে বাসা বাঁধা বিচিত্র রঙে রঞ্জিত পৃথিবী প্রজাপ্রতির মতো রঙ ছড়ায় নবান্ন হতে মাঘী পূর্ণিমা,তারপর ঝরাপাতা নগ্ন করে আভরণ, কামনায় দাউ দাউ জ্বলে ওঠে কৃষ্ণচূড়া ।।
জীবনের সুখ চলে যাওয়ার যন্ত্রণায় চোখে জল আসে আমার, যে চোখে রোদের রঙ ছিলো রঙিন।।
ভালো লাগলো।
উত্তরমুছুন