রুবাই
(১)
তুই সজনী সরাব দিয়ে দিল কলিজা আমার ভেজা।
জোড়া চাঁদের জ্যোৎস্নাতে তখন হবো আমিই রাজা।
আঁধার যখন পালিয়ে যাবে পানপেয়ালা শুণ্য হবে।
বেহুশ থেকে হুশ ফিরিয়ে করবি তখন তোর প্রজা।
(২)
ভোরের আলো ফুটবে যখন নিভবে আমার নেশার আগুন।
রঙ মিশিয়ে সাকি তুমি পান পেয়ালা ভরবে তখন।
জ্ঞান পিপাসায় কাতর হবো শুন্যে আমি উড়াল দিবো।
নামবো আমি এই জমিনে খুলবে যখন তোমার বসন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন