এই গাছ
এই মৌরীফুল, হাওয়ার গন্ধ
পাখির বিছানা
এই মাটি
এই ফসল
এই সূর্যোদয়
এই হেঁটে যাওয়ার আরাম,
এইসব হাত পেতে
এমনিই নেব?