এই গাছ
এই মৌরীফুল, হাওয়ার গন্ধ
পাখির বিছানা
এই মাটি
এই ফসল
এই সূর্যোদয়
এই হেঁটে যাওয়ার আরাম,
এইসব হাত পেতে
এমনিই নেব?
কৃতজ্ঞতা জাগায়, মনের গভীরে, এই সবকিছুর জন্য।
খুব কৃতজ্ঞতা জাগায়, মনের গভীরে, এই সবকিছুর জন্য।
কৃতজ্ঞতা জাগায়, মনের গভীরে, এই সবকিছুর জন্য।
উত্তরমুছুনখুব কৃতজ্ঞতা জাগায়, মনের গভীরে, এই সবকিছুর জন্য।
উত্তরমুছুন