রায়মঙ্গল পেরিয়ে
স্থলভাগ পার হয়ে আমরা পৌঁছাব সেখানে
রৌদ্র ও ছায়া পার হয়ে
এক চূর্নী নদীর দেশ পার হব আমরা
রায়মঙ্গল পার হব।
সূর্যাস্ত বলছে সেই যাওয়ার কথা
সূর্যোদয় বলছে সেই গন্তব্যের কথা
মঙ্গলালোকে আমরা পৌঁছে যাব এক নিস্তব্ধতার কাছে
নিথর হিমস্পর্শী সেই ভয়ংকর সৌন্দর্য
ছুঁয়ে আছে মাতলা নদীর তীরে, রায়মঙ্গল পেরিয়ে...
অসম্ভব সুন্দর কবিতা
উত্তরমুছুন